ট্রাম্প-মুন বৈঠক অনুষ্ঠিত

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন যে, উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্য শেষ হয়ে গেছে। হোয়াইট হাউসে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট Moon Jae-in এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষনা দেন।

রোজ গার্ডেনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ট্রাম্প, পিয়ংইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে একটি ‘নির্ধারিত প্রতিক্রিয়া’র অঙ্গিকার করেন। এসময় দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট তাঁর পাশেই ছিলেন।

ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে কৌশলগত ধৈর্যের যুগ ব্যর্থ… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1