ফার্সী ভাষার স্যাটেলাইট নেটওয়ার্কের মালিককে তুরস্কে গুলি করে হত্যা করা হয়

তুর্কী সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ফার্সী ভাষার একটি কৃত্রিম উপগ্রহের টেলিভিশন নেটওয়ার্কের ইরানী মালিককে এবং আরেক ব্যক্তিকে, ইস্তাম্বুলে, গুলি করে হত্যা করা হয়। 

GEM TV’র মালিক সাইদ কারিমিয়হনকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়। অন্য যে ব্যক্তিকে হত্যা করা হয় তিনি কারিমিয়ানের ব্যবসার শরিক বলে বলা হচ্ছে। হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি।

দুবাই ভিত্তিক জেম টিভি, তুর্কী নাটক ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান ফার্সীতে রূপান্তরিত করে ইরানে সম্প্রচার করা হয়। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1