পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জোট বেঁধে লড়তে চায় বামপন্থী ও কংগ্রেস

পশ্চিমবঙ্গের বামপন্থী ও কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে জোট বেঁধে লড়তে চান ২০১৬ এর বিধানসভা নির্বাচনে।

কংগ্রেস সভানেত্রী সনিয়া ও সহ-সভাপতি রাহুল গান্ধীকে এক চিঠিতে দলের নেতা ওমপ্রকাশ মিশ্র এই প্রস্তাব দিয়ে তার যুক্তিতে বলেছেন, এই জোট হলে বিধানসভার ২৯৪-টির মধ্যে ১৬১টি আসনে জিতে এই জোটই রাজ্যে সরকার গড়বে।

তাঁর হিসfব হল, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৯% ভোট, বামেরা ৩০% ভোট, বিজেপি ১৯% ও কংগ্রেস ১০% ভোট। কিন্তু এখন কংগ্রেস-বাম জোট হলে তা অনেকটাই ছাড়িয়ে যাবে তৃণমূলের… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1