ঘূর্ণিঝড় ‘কোমেন’ সন্দ্বিপ ও হাতিয়ার মাঝ দিয়ে বাংলাদেশের উপকুল অতিক্রম করেছে

বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড় ‘কোমেন’ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে সন্দ্বিপ ও হাতিয়ার মাঝ দিয়ে বাংলাদেশের উপকুল অতিক্রম করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপকুল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় ‘কোমেন’ দুর্বল হয়ে নোয়াখালী জেলা ও এর আশ পাশের এলাকার ওপর দিয়ে  উত্তর দিকে চলে গেছে।

এদিকে  ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রাম, কক্স’সবাজার, নোয়াখালী এবং এর অদূরবর্তী দ্বিপ ও চর  সমূহে ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। এসকল এলাকায় শত শত
ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে,অসংখ্য… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1