নেমটসফের হত্যায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ

নিহত নেতা বরিস নেমটসফের স্মরণে, বিরোধীদলীয় নেতাদের রোববার মস্কোতে মিছিল করার অনুমতি দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। শুক্রবার নেমটসফ আততায়ীর গুলিতে মারা যান। তিনি ইউক্রেনের যুদ্ধ এবং প্রেসিডেণ্ট পুতিনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছিলেন।

নেমটসফ একজন ইউক্রেনিয় মহিলার সঙ্গে গাড়িতে, মস্কো নদীর ওপর তৈরি সেতু পার হচ্ছিলেন, যখন বন্দুকধারীরা জানালা দিয়ে গুলি করে। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁকে ৪বার গুলি করা হয়েছে। তাঁর সহযাত্রীর গায়ে আঘাত লাগেনি।

ইউক্রেনের প্রেসিডেণ্ট পেত্রো… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1