আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ে জনজীবন বিপন্ন

আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে আগামী দু’দিনে প্রবল তুষার ঝড়ে অচলাবস্থা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বষ্টন পর্যন্ত প্রধান শহর বন্দরের ওপরে এই ঝড় আঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে। 

এই ঝড়ের তীব্রতা দেশের রাজধানীতে তেমন অনুভূত না হ’লেও নিউজার্সী, নিউইয়র্ক, কানেটিকেট, রোড আইল্যান্ড এবং মেসেচ্যুসেটসে আবহাওয়াজনিত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রতি  অনুরোধ জানানো হয়েছে তারা যেন বাড়ির ভেতরে থাকেন। আমেরিকার উত্তরাঞ্চলের  রেল চলাচল… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1