২০৩০ সাল নাগাদ মঙ্গলে যেতে সক্ষম হবে নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বলেছে তাদের গভীর মহাকাশ রকেট সিস্টেম একটি বড়ো পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে; তবে প্রথম পরীক্ষামূলক অভিযান চালানো হবে ২০১৮ সালে।

এই সিস্টেম পরিকল্পনা করা হয়েছে এমনভাবে যা মহাকাশচারীদেরকে পৃথিবীর কক্ষপথ থেকে গ্রহাণুতে নিয়ে যাবে এবং ২০৩০ সাল নাগাদ তারা মঙ্গলে যেতে সক্ষম হবেন।

প্রথমে মনুষ্যবিহীন ওরিয়ন ক্যাপসুল মহাকাশযান পৃথিবীর নিকটস্থ কক্ষপথে পাঠানো হবে। নাসা জানায় ওই রকেট তৈরীতে খরচ হবে ৭০০ কোটি ডলার।

প্রথম রকেটটি ৭৭ টন ভার বহনে সক্ষম হবে। নাসা আশা… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1