টাইফুনের কবলে চীনে ১৭ জনের মৃত্যু

সামুদ্রিক ঘুর্ণীঝড় রামাসান তার প্রচন্ড বাতাস ও বৃষ্টি নিয়ে এক ধ্বংসাত্মক পথে এগিয়ে চলেছে। ঘুর্ণীঝড়ে ফিলিপিন্সে প্রায় ১০০ জন মারা গেছে আর চীনে মারা গেছে ১৭ জন।

ঝড়ে হাইনান প্রদেশের দ্বীপে ৮জন মারা যায়। চীনা বার্তা মাধ্যমে আরও বলা হয়েছে ঝড় যখন মূল ভূখন্ডে আঘাত হানে তখন গুয়াংশিতে ৯ জন মারা যায়।

ফিলিপিন্সে অন্তত ৯৪ জন মারা গেছে। এখনও ৬জন নিখোঁজ রয়েছে। রাজধানী ম্যানিলায় লক্ষ লক্ষ মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

দক্ষিণ চীন সাগরে ঘুর্ণীঝড় আবার শক্তি বৃদ্ধি করে এবং শুক্রবার চীনে আঘাত… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1