হীরক রাজার ‘লোডশেডিংময়’ দেশে

রাজা: কী ব্যাপার, গবেষক?
হাসি নাই মুখে,
কালকে চ্যাটও করলে না
বসো নাই ফেসবুকে?
গবেষক: কী বলব মহারাজ!
আছেন তো মহাসুখে,
লোডশেডিং ছিল সারাটা দিন
তাই হাসি নাই এই মুখে।
রাজা: লোডশেডিং?
অবাক হলাম আমি!
ভালো করেই জানো
বিদ্যুতের উৎপাদন রাজ্যে ঊর্ধ্বগামী।
গবেষক: তার পরেও তো হচ্ছে না বন্ধ
এই বিচ্ছিরি লোডশেডিং,
কত ছাত্র, কত পরীক্ষার্থী
পারছে না করতে রিডিং।
রাজা: আরে এত রিডিং করে
সার্টিফিকেট একটা পাবে হাতে,
চাকরির জন্য তারপর তো
ঘুরবে দিনে রাতে।
এ দেশের সব তরুণ বেকার
চাকরি খুঁজে মরছে,
তাই তো আমার বড় ছেলেটা
বিলেতে গিয়ে পড়ছে।
গবেষক: বাহ! মহারাজ, বাহ!
কাজ একটা আপনি করেছেন বটে,
আমার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1