নির্বাচিত ও অনির্বাচিত প্রধানমন্ত্রীর কূটতর্ক

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক আদৌ নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন কি না, সেটা ভিন্ন বিষয়। যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন তাঁর দলের সম্মতি দিয়েছেন। এত দিন আমরা বলে আসছি, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সমঝোতার মাধ্যমে কাউকে উপনির্বাচনে জিতিয়ে আনলেই হলো। সে সুযোগ তো থাকছেই। ১৯৯৫ সালে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হওয়া অনির্বাচিত ব্যক্তিদের এভাবে উপনির্বাচনে জিতিয়ে আনতে সৈয়দ ইশতিয়াক আহমেদ ফর্মুলা দিয়েছিলেন। সেটা তখন ইশতিয়াক ফর্মুলা হিসেবে মিডিয়ায় বেশ পরিচিতিও লাভ করেছিল। ইশতিয়াকপুত্র বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সংকলিত ইশতিয়াক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1