এইডস মানেই ‘মৃত্যু’ নয়

৪৯ বছর বয়সী টেরেসা নওলিন এইচআইভি/এইডসে আক্রান্ত হন ১৯৮৬ সালে। ‘প্রাণঘাতী’ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৫ বছর পরও সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করছেন এই নারী। শুধু টেরেসা নওলিন নন, দীর্ঘ সময় এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সুস্থভাবে জীবনযাপন করছেন তাঁর মতো লাখ লাখ মানুষ।
বোস্টনে সম্প্রতি এক নৈশভোজে মিলিত হয়েছিলেন এইচআইভি/এইডসে আক্রান্ত লোকজন ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানে নওলিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এইচআইভিতে আক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়। আমরাও অসাধারণ, সুখী জীবনযাপন করতে পারি…বলিষ্ঠ থাকতে পারি।’
নওলিন বলেন, ‘এইচআইভিকে জয় করে সুস্থ জীবন নিশ্চিত করতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1