শহীদ মিনারে ঈদের দিন প্রতিবাদী সমাবেশ

বাংলাদেশের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুণল হোসেনকে তার পদ থেকে অপসারণের  দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা’ নামের একটি সংগঠন।

কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবারের অবস্থান কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

সংগঠনের উদ্যোক্তা ও কর্মসূচির সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন,যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ১৩ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি না হলে ধাপে ধাপে সারাদেশে প্রতীক অনশন ও গণঅনশন কর্মসূচির ডাক দেওয়া হবে।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের  মধ্যে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বক্তব্য রাখেন। তিনি বলেন যে ঈদের দিন বিক্ষুব্ধ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছে , সরকারকে এ ব্যাপারে সচেতন করে দেয়ার উদ্দেশ্যে।

 

<!–AV–>

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1