সর্বোচ্চ ঋণের পরিমান সম্পর্কে চুক্তি সম্পাদনের সম্ভাবনা নেই

হোয়াইট হাউজ এবং কংগ্রেস  বর্তমানে গৃহীত ঋণ ১৪ লক্ষ তিরিশ হাজার কোটি ডলার ঋণ খেলাফি এড়ানোর লক্ষে একটি চুক্তিতে পৌছুনোর কতটা কাছাকাছি আছে সে নিয়ে , যুক্তরাষ্ট্রের সেনেট নেতারা পরস্পর বিরোধী খবর দিচ্ছেন। সেনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল আজ সংবাদদাতাদের বলেছেন  যে ব্যয় হ্রাস ও ঋণের মাত্রা বৃদ্ধির ব্যাপারে সমঝোতা হতে পারে শিগগিরই ।  তবে ডেমক্র্যাটিক দলের নেতা হ্যারি রীড বলছেন যে এখন ও সমঝোতায় পৌছুতে অনেকটা পথ বাকি।

এর আগে সেনেট রিড এর একটি প্রস্তাব অনুমোদন করেনি যেখানে বলা হয়েছিল যে সরকার অর্থ ধার নিক কিন্তু একই সঙ্গে ব্যয় হ্রাস করুক। রিপাবলিকানরা আগেই জানিয়েছিল যে তারা এর বিরুদ্ধে ভোট দেবে। তবে এই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় একটি সমঝোতা প্রস্তাবে পৌছুনোর পথ উন্মুক্ত হলো, যেখানে প্রেসিডেন্ট ওবামা স্বাক্ষর রাখবেন।

[Read More]

—–
Source: VOA News: Disasters and Accidents


 

Comments are closed. Please check back later.

 
 
 
1