নারী ও শিশু পাচার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় প্রয়োজন - প্রতিমন্ত্রী শিরিন শরমিন

বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর শিরিন শরমিন চৌধুরী সম্প্রতি নিউ ইয়র্ক এসেছিলেন কমনওয়েলথ জেন্ডার কেন্দ্রিক এ্যাকশন প্ল্যান মনিটরিং গ্রূপ CGPMG –র অস্টম সভার আলোচনায় অংশ নেবার জন্যে । বাংলাদেশ ২০১০ সালে CGPMG -র সভাপতির পদে ছিলো – এবছর আবার সভাপতি হয়েছে । দুহাজার পাঁচ থেকে দুহাজার পনেরো পর্যন্ত মেয়াদের জন্যে অনুসমর্থিত ঐ  অ্যাকশান প্ল্যানের মনিটরিং এ আলোচনার লক্ষ ছিলো । ডক্টর শিরিন শরমিন চৌধুরীর নিউ ইয়র্ক অবস্থানকালে আমরা তাঁর সঙ্গে ঐ বৈঠক এবং বাংলাদেশে ফতোয়ার অপব্যবহারে নারী নির্যাতন এবং নারী ও শিশু পাচার সমস্যা নিয়ে কথা বলি ।   জাতিসংঘের জেন্ডার কেন্দ্রিক অ্যাকশান প্ল্যানের মনিটরিং গ্রুপের আলোচনার জন্যে নিউ ইয়র্ক আসেন তিনি , আলোচনায় কি কি বিষয় নিয়ে  কথা হলো – মনিটরিং সুসংবদ্ধ করতে বাংলাদেশের তরফে  বিশেষ কোনো সুপারিশ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করেন তিনি ।এই যে বাংলাদেশে একটার পর একটা নারী নির্যাতন-নারী নিধন চ’লছে ফতোয়ার নাম করে , ফতোয়াকে কাজে লাগিয়ে , এটা থামাতে সরকারি –অসরকারি পর্যায়ে কি কাজ হচ্ছে কতোখানি অগ্রগতি হয়েছে এ অব্দি – এ প্রশ্ন নিয়ে আলোচনা করেন তিনি ।নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালষের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ডক্টর শিরিন শরনীন চৌধূরিকে   – নারি ও শিশু পাচারের ব্যাপারটা নারী হিসেবে বোন হিসেবে মা হিসেবে কতোখানি শংকিত করে – এটা থামাতে কি করা যায় তার জবাবে তিনি তাঁর বক্তব্যের অবতারনা করেন এ সাক্ষাত্কারে ।

[Read More]

—–
Source: VOA News: Politics


 

Comments are closed. Please check back later.

 
 
 
1